বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

 সম্মানিত সদস্যবৃন্দ,

'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' এ মুহূর্তে সদস্যসংখ্যা ২,৭৫,০০০- এর অধিক। মঞ্চ সংশ্লিষ্ট সবার প্রচণ্ড শ্রম আর একাগ্রতার ফসল এই পীঠস্থান।
সকলের প্রতি সবিনয় অনুরোধ, কেউ এই মঞ্চের কোন পোস্টে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন মন্তব্য করবেন না— যে মন্তব্য আপনার বিরুদ্ধে করলে আপনি বিব্রতবোধ করবেন/করতেন। কোনো ছবি বা লেখা যদি আপনার মনঃপুত না হয় তা শালীনতার সঙ্গে মন্তব্য কলামে উপস্থাপন করতে পারেন, অভিযোগ করতে পারেন; ভুলভ্রান্তি হলে শালীন ভাষায় তুলে ধরে নিজেকে শ্রদ্ধার পাত্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন; অথবা বিরক্ত বোধ করলে গোষ্ঠী ছেড়ে চলে যেতে পারেন।
কারও বিরুদ্ধে যে কারণেই হোক না কেন, অশালীন মন্তব্য করে নিজেকে অশালীন হিসেবে তুলে ধরার ক্ষেত্র 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' নয়।
ইদানিং প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে যে, পোস্টকৃত বিষয়ের প্রেক্ষাপটে মন্তব্য না করে অযাচিত, অনাকাঙ্ক্ষিত, অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহৃত হচ্ছে। আরও লক্ষণীয় যে, স্বাধীনতা/মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয়, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন ভাষায়ও মন্তব্য ব্যাক্ত হচ্ছে যা এই মঞ্চে কাম্য নয়। কয়েকজন দুষ্ট সদস্যের জন্য অগণিত সম্মানিত, বিজ্ঞ ও নির্মল মনোভাবের অধিকারী সদস্যের সম্মান ও আগ্রহকে ভূলুণ্ঠিত হতে কিছুতেই দেওয়া হবে না। এমতাবস্থায় মন্তব্য করনের ব্যপারে আরও সচেতন এবং যত্নশীল হওয়ার জন্য সকল কে অনুরোধ জানানো হলো। গ্রুপের নীতিমালার সাথে সংগতিপূর্ণ নয় এমন মন্তব্য গোচরীভূত হলে "অ্যাডমিন" তা কোন প্রকার কারণ দর্শানো ব্যাতিরেকে মন্তব্যকারীর সদস্যপদ আজীবনের জন্য এই গোষ্ঠী থেকে বাতিল/বহিষ্কারের ক্ষমতা প্রয়োগ করবেন।
ধন্যবাদ, ভুল ত্রুটি মার্জনীয়।

2 comments:

Powered by Blogger.